
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্যরা চট্টগ্রামের ডিসি এবং এসপির সঙ্গে অত্র অঞ্চলের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
গত সোমবার দুপুর আড়াইটায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে তার কার্যলয়ে মতবিনিময় করেন। এতে ক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে ক্লাবের গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।
নেতৃবৃন্দের প্রাণবন্তকর বক্তব্য তিনি ধৈর্য্য সহকারে শুনে তাদেরকে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে একই দিন বিকাল ৫টায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সাথে তার কার্যালয়ের কনফারেন্স রুমে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের নির্বাচনী ফলোআপসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
এতে তিনি সাংবাদিকদের কথা শুনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং প্রেস ক্লাবের যে কোন আইনগত সহযোগিতা করতে তার অধঃনস্ত থানা সদা সচেষ্ট থাকবে বলে আশ্বাস প্রদান করেন।