রবিবার, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৪

মো. ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চালকসহ তিনজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। শনিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে রামুর পানিরছড়া এলাকায় অবস্থিত ভারুয়াখালী রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— সিএনজি চালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার শিশু সন্তান আশেক উল্লাহ (৩) এবং রেনু আরার ছোট বোন আসমাউল হুসনা (১৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের সংকেত বা গেট না থাকায় অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি কয়েকগজ ছিটকে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং যাত্রীদের মরদেহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। ট্রেন লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে ট্রেন মাস্টারসহ কয়েকজন যাত্রী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‌্যাব, রেলওয়ে পুলিশ, রামু ও ঈদগাঁও থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংয়ে কোনো গেইট বা গেইটম্যান নেই। এর আগেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তারা অবিলম্বে একটি সুরক্ষিত গেইট ও গেইটম্যান নিয়োগের জোর দাবি জানান।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা পানিরছড়া থেকে বাড়ির উদ্দেশে যাত্রা করেছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রীবাহী যানটি চুর্ণবিচূর্ণ হয়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর সংবাদ মাধ্যমে ‘আতাউল্লাহ’ নামে আরও এক শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও, পরে জানা যায় সে জীবিত রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগে তার মা তাকে কাছের একটি মাদরাসায় নামিয়ে দেন। বিকেলে সে নিরাপদে বাড়ি ফিরে আসে।

স্থানীয় প্রশাসন তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এবং দুর্ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ