রবিবার, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু

যায়যায়কাল প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক দুই সহযোগীর বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) রোববার রাষ্ট্রপক্ষ তাদের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন শুরু করেছে।

এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সকাল সাড়ে ১০টার দিকে মামলার বিভিন্ন নথি নিয়ে আদালতের কক্ষে প্রবেশ করেন প্রসিকিউটর ফারুক আহমেদ। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে এই মামলায় সাক্ষীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

রোববার সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে অন্য দুই আসামি পলাতক রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও তখন থেকে পলাতক।

এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও অন্য দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। এই মামলায় রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ