
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উপজেলার ষোল মাইল কওমি মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলী, সাংবাদিক আশরাফ আলী ও সাইদুল ইসলাম আবির প্রমুখ উপস্থিত ছিলেন।
পবিত্র গ্রন্থ আল কোরআন পেয়ে এক শিক্ষার্থী বলেন, “কোরআন একটা মহা গ্রন্থ। আল্লাহ নিজে এর হেফাজতকারী। কোনো দুষ্কৃতকারী যদি এটা ধ্বংস করার চেষ্টা করে সেটা কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে একটা নূর। এই নূরের আলোতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারবো।