
কক্সবাজার প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, জনসম্মুখে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও জনগন্ঠের স্টাফ রিপোর্টার মো. হামিদ হোসেন এরশাদ, মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আয়েজ রবি, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আজিম নিহাদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম শাহেদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার, সহ-অর্থ সম্পাদক রতন দ্যা, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন (সুমন), দপ্তর সম্পাদক শওকত আলম, সদস্য শেখ আহমদ ও আরাফাত সিকদার, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপু, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি আবুল বশর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম সিকদার, সদস্য মোঃ ইউসুফ, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,টেকনাফ উপজেলা সভাপতি,নুরুল হোসাইন,সাধারণ সম্পাদক,ফরহাদ রহমান,সিঃ সভাপতি,আজিজ উল্লাহ,প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ,আমাদের সময় পত্রিকার প্রতিনিধি দিদারুল আলম, নির্বাহী সদস্য মোজাম্মেল হক, বিজয় টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ ফরিদুল আলম, সদস্য মাহবুব আলম মিনার, আব্দুল করিম,ইমরান, নুরুল আলম ওমর ফারুক সোহাগ এবং অর্থ সম্পাদক ঈমরান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম আজাদ। স্বাগত বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-পাঠাগার সচিব ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।
বক্তারা তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন, তদন্তে স্বচ্ছতা, এবং নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।











