
সাতক্ষীরা প্রতিনিধি: “সবুজে সাজাই বাংলাদেশ” স্লোগানে ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ কর্মসূচির উদ্বোধন করেন। ক্লাবের জেলা সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে চারা দেওয়া হয়। শিক্ষার্থীরা নিয়মিত গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার প্রতিশ্রুতি জানায়।