মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

অবৈধ দখলমুক্ত সাতগাঁও স্টেশন: উচ্ছেদ অভিযানে ৫ একর রেলভূমি উদ্ধার 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: দীর্ঘ ৩৮ বছর ধরে অবৈধ দখলে থাকা সাতগাঁও রেলওয়ে স্টেশনের (Satgaon Railway Station) দুই পাশের জমি উদ্ধার করেছে রেলওয়ে ও স্থানীয় প্রশাসন।

গত মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা যৌথ অভিযানে ৩০০শোর অধিক অবৈধ স্থাপন ধ্বংস করে প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা ।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ ও মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফরাহিম ইকবাল চৌধুরী নেতৃত্ব দেন।

অংশগ্রহণ করে সেনাবাহিনী, জিআরপি, জেলা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত তৎপরতায় ।  সাতগাঁও বাজার, রেলওয়ে কলোনি, আমরাইলছড়া রোড ও সিন্দুরখান রোডের দোকানপাট, এমনকি একটি বিলাসবহুল বাসাবাড়ি ভেঙ্গে ফেলা হয়।

এই জমি দখলের ইতিহাস প্রায় চার দশকের।  অনুসারে, স্থানীয় প্রভাবশালীরা “কৃষি নার্সারি প্রকল্প”-এর নামে জাল দলিল তৈরি করে ১৩৫ শতক জমি দখল করে, যার বর্তমান মূল্য ৩৫ কোটি টাকা। আরও ১৫২ শতকে গড়ে উঠেছে হোটেল, ফার্নিচার শোরুম ও গোডাউন (মূল্য ৬৫ কোটি টাকা)। ২০১৬ সালের উচ্ছেদ প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল দখলদারদের বাধার মুখে ।

অবৈধ স্থাপনাগুলো রেল চলাচলে বিঘ্ন ঘটাত এবং জনজীবনকে বিপন্ন করত। উচ্ছেদের পর যানজট কমবে ও রেললাইনের নিরাপত্তা বৃদ্ধি পাবে।
দখলদারদের কাছ থেকে বছরে লাখ লাখ টাকার রাজস্ব আদায় হচ্ছিল না । উদ্ধারকৃত জমিতে রেলওয়ের উন্নয়নমূলক কাজ করা হবে ।

দীর্ঘদিন ধরে অসুবিধার শিকার স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে “স্বস্তিদায়ক” বলে বর্ণনা করেন। এক বাসিন্দার মতে, “এগুলো রেলের জমি ছিল, কিন্তু কেউ উচ্ছেদের সাহস পায়নি।

ঐতিহাসিকভাবে দখলদাররা আদালতে মামলা করে সময়ক্ষেপণের কৌশল নিত। তবে এবার উচ্চ আদালতের রায়ের পক্ষে থেকে এবং বহু-সংস্থার সমন্বয়ে অভিযান সফল হয়েছে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ