বুধবার, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগর পৌরসভা: ২৬ বছরেও ড্রেনেজ ব্যবস্থার দৈন্যদশা, জলাবদ্ধতায় দুর্ভোগ

খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় বৃষ্টি হোক বা প্রখর রোদ—সারা বছরই একাধিক রাস্তা পানির নিচে তলিয়ে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়ছেন পৌরবাসী।

হাঁটুসমান ময়লাযুক্ত পানি পেরিয়ে শিক্ষার্থী ও পথচারীদের যাতায়াত করতে হয় প্রতিদিন। পানির নিচে লুকানো খানাখন্দে পড়ে দুর্ঘটনা, যানবাহন উল্টে যাওয়া এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া—সবই যেন এখানে নিত্যদিনের ঘটনা।

স্থানীয়রা জানান, ২৬ বছর আগে নবীনগর পৌরসভা গঠিত হলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি তেমন। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ক্ষমতাসীন দলের অনুগত ব্যক্তি বা সরকারি কর্মকর্তা দিয়ে পৌরসভা পরিচালিত হলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তার ড্রেন নির্মাণের জন্য ৬৫-৭০ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। ফতেহপুর রোডে ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শেষ করা হবে।”

সরেজমিনে দেখা যায়, ফতেহপুর, বিজয়পাড়া, ভোলাচংসহ বেশ কিছু রাস্তা বছরের অধিকাংশ সময় পানির নিচে তলিয়ে থাকে। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা এবং আশপাশের এলাকায় নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পদ্মপাড়া ও বিজয়পাড়া রাস্তায় পানির সমস্যা সমাধানে আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগের সুফল তারা পাননি।

নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম বলেন, “তিন বছরেরও বেশি সময় ধরে পানিতে তলিয়ে আছে এই রাস্তাগুলো। মানববন্ধন করেও কোনো ফল হয়নি।”

উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মুসা বলেন, “প্রথম শ্রেণির পৌরসভা হয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তাই পানির নিচে থাকে, ফলে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।”

পৌরবাসীর দাবি—দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে এ দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ