
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করার সময় দুই যুবককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আটককৃতরা পর্যটক সেজে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। তবে নিরাপত্তা তল্লাশির সময় সন্দেহজনক আচরণে তাদের ব্যাগেজ পরীক্ষা করা হলে ক্রিকেট ব্যাটের ভেতর থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযুক্তদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মচারী বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দু’জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।