
পিরোজপুর প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১২ টায় পিরোজপুর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের পিরোজপুর আফতাব উদ্দীন কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ সিয়াম শেখের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ মুহিব্বুল্লাহ হাওলাদার সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম সরদার, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইয়াছিন মাহমুদ স্কুল ও কলেজ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা, উক্ত সম্মেলন শেষে ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয় ।
নবগঠিত কমিটিতে সভাপতি মুহাম্মাদ সিয়াম শেখ, সহ-সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিব খানের নাম ঘোষণা করা হয়।