মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার বাস টার্মিনাল চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হোসেন সোহেল মনার সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাসেলুর রহমান রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ইদ্রিস আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ, যুগ্ন আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, অন্যতম সদস্য কাজী নিজাম, যুব দলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদল মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিএনপি পরিবার। জুলাই-আগষ্টে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে।  ১৭ বছর দেশের মানুষ ভোটে দিতে পারেনি, আজ মানুষ যখন স্বাধীন ভাবে ভোট দেয়ার কথা চিন্তা করছে তখন কেউ কেউ পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে।
স্বেচ্ছাসেবক দল বিগত সময়ের মত যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সংগঠনটির দশটি ইউনিয়নর হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ