মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক জহির রায়হানের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা

খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা জিটিভির প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে নবীনগর কল্যাণ সমিতির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ জহির রায়হানের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবীনগর কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান, সংগঠনের উপদেষ্টা ও জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম, সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম. এ মতিন শানু, লায়ন ফিরোজুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জহির রায়হান একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক। প্রতিহিংসাবশত সরাইল উপজেলার একটি হত্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। তারা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ