
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কলেজপাড়া, মাদ্রাসা রোড ও তারিভাটি মেলার মাঠ এলাকায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামি দীর্ঘদিন ধরে পুলিশের নাগালের বাইরে রয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোহেল খান (৩১) ও রুবেল খান (৩৩), পিতা আব্দুল মজিদ, ইভা বেগম (২৮), স্বামী রুবেল খান, লাবনী বেগম (২৫), স্বামী সোহেল খান, সুখজান বেগম (৪৫) , স্বামী মফিজুল ইসলাম—
এদের বিরুদ্ধে দিনাজপুর আদালতের ম্যাজিস্ট্রেট আমলি বোচাগঞ্জে সি.আর মামলা নং ১৫১/২৪, ১৮৪/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পি মামলা নং ৩৯৬/২৪-এ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
অন্যদিকে, সেতাবগঞ্জ স্টেশনপাড়ার সালাম মুহুরী ভাড়াটিয়া রাসেল খান (২২) , পিতা আব্দুল মজিদ ও আলো আরজিনা বেগম (১৯) , পিতা মোঃ আলম-এর বিরুদ্ধেও সি.আর মামলা নং ৬৯/২৫ গ্রেফতারি পরোয়ানা জারি, ১৪৭/২৫ বোচাগঞ্জ স্থানে তদন্তধীন রয়েছে।
ভুক্তভোগী বাদী মোঃ আব্দুল মজিদ খান জানান, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সচেতন মহলের প্রতি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ প্রসঙ্গে বোচাগঞ্জ থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এএসআই লিখন কুমার দাস বলেন, মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।