
আল জোবায়ের, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলের আয়োজনে শুরু হয়েছে শহীদ নুর হোসেন হল ফুটবল টুর্নামেন্ট।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. হাফিজুর রহমান হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যপুস্তকের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও সৃজনশীল হিসেবে গড়ে তোলে। পাশাপাশি এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলবে।
তিনি আরও বলেন, অলস মস্তিষ্ক মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, এক্ষেত্রে খেলাধুলার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখলে খারাপ কাজ থেকে দূরে থাকা যায়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের এই ধরণের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায়।