সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): “দুর্গম পাহাড়ি জনপদে ক্রীড়া ছোঁয়া লাগুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদ আয়োজনে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচের “মিয়ং স্পোর্টিং ক্লাবের সাথে বংয়ক হেডম্যান পাড়া এফসি” খেলার অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টের মিয়ং স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জিতেছে বংয়ক হেডম্যান পাড়া এফসি দল। সেখানে ম্যান অব দ্য ম্যাচ পান বংয়ক হেডম্যান পাড়া এফসি এর অধিনায়ক সংকর দাশ।

এদিকে থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সংশ্লিষ্টরা বলেছেন, থানচিতে ইতিহাস গড়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের ৩৮টি দল অংশগ্রহণ করছেন। শরীর সুস্থতা, মানসিকতার পরিবর্তন, শিক্ষা বিকাশ আর পড়াশোনা পাশাপাশি যুব সমাজের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে এই টুর্নামেন্ট মাস সপ্তাহেব্যাপী চলবে।

তারা আরো জানান, পাহাড়ি অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় লুকিয়ে আছেন, যাদেরকে সুযোগ এবং সঠিক দিকনির্দেশনা দিলে তারা জেলা ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারবেন। খেলাধুলার সুযোগ-সুবিধা কম থাকা সত্ত্বেও, অনেক তরুণ খেলোয়াড় তাদের প্রতিভা বিকাশ করে দেশীয় ক্রীড়াঙ্গনে নিজেদের মেলে ধরছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সভাপতি মংসিং উ মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো:

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, সত্যমনি ত্রিপুরা প্রমূখ। এছাড়াও হাজারো দর্শকসহ থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ