
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিলে বিএনপির নতুন কমিটি ঘোষণার পর গতকাল মঙ্গলবার বিকেলে চাটখিল পৌর শহরে বিএনপি এক আনন্দ মিছিল বের করে।
নবগঠিত পৌর কমিটির আহবায়ক সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের পূর্বে নবগঠিত পৌর কমিটির আহবায়ক মোস্তফা কামাল তাকে আহ্বায়ক নির্বাচিত করায় তিনি দলের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আগামীতে সকল নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।