
মো. নুরুল হক, স্টাফ রিপোর্টার: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে এক অনন্য সাফল্য এসেছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল হক তুহিন। হাওর বেষ্টিত খালিয়াজুরী উপজেলার শিক্ষার্থীদের জন্য এ সাফল্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও আলোকিত করার ভূমিকা রেখে আসছে। বিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম কোনো শিক্ষার্থী শিক্ষা বোর্ড পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করল।
তুহিন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দরিদ্র কৃষক মো. বকুল মিয়া ও গৃহিণী নাসিমা আক্তারের সন্তান। আর্থিক অসচ্ছলতার কারণে অধিকাংশ সময় তিনি মামা আ. হান্নান মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। অধ্যবসায় ও মেধার জোরে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার খ্যাতনামা নটরডেম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তবে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া তার পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রচন্দ্র বিশ্বাস বলেন, ‘হাওরাঞ্চলের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা প্রতিবছরই ভালো ফল করতে পারবে। আমাদের লক্ষ্য খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়কে ময়মনসিংহ বিভাগের সেরা প্রতিষ্ঠানে পরিণত করা।’
পিতা মো. বকুল মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি ছেলের পড়াশোনার খরচ ঠিকমতো জোগাতে পারিনি। কিন্তু নিজের ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে সে আজ আমাদের মুখ উজ্জ্বল করেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট বলেন, ‘তুহিন আমাদের গর্ব। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে।’
এলাকাবাসীর মতে, এনামুল হক তুহিনের এই অর্জন শুধু খালিয়াজুরী নয়, পুরো হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা ও পথপ্রদর্শক হয়ে থাকবে।












