সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ট্রাম্প সফর শেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

যায়যায়কাল ডেস্ক: যুক্তরাজ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফর শেষ হলেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে লন্ডন।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

বৃহস্পতিবার ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষ হচ্ছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যতক্ষণ যুক্তরাজ্যে আছেন ততক্ষণ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছেন না। কেননা, ট্রাম্প বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করতে পারে।

বৃহস্পতিবার এই দুই শীর্ষনেতার সাংবাদিক সম্মেলন হওয়ার কথা।

প্রধানমন্ত্রী স্টারমার আগে বলেছিলেন যে ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি না করে তাহলে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে।

এই বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্পর্ক ইতোমধ্যে তিক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে নারাজ।

জাতিসংঘের আসন্ন সম্মেলনে যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডাও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত জুলাইয়ে লেবার পার্টির সদস্যদের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী স্টারমার। তবে তিনি শর্ত সাপেক্ষে সেই স্বীকৃতি দেওয়ার কথা জানান। বলেছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে ও দুইটি পৃথক রাষ্ট্রের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ার পাশাপাশি জাতিসংঘকে গাজায় মানবিক সহায়তা পাঠাতে রাজি হয় তাহলে তিনি সেই ঘোষণা থেকে বিরত থাকবেন। কিন্তু, ইসরায়েলি সরকার এতে রাজি না হয়ে উল্টো গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করে।

এদিকে, গত বুধবার লন্ডনের মেয়র সাদিক খান এক অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি, গাজায় যা হচ্ছে তা গণহত্যা’।

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ