মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াশে ডিলারের বিরুদ্ধে চুরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ): বন্ধ রয়েছে ডিলার রজত ঘোষের সারের দোকান

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পুরোদমে রোপা আমনের আবাদ শুরু হয়েছে। বিশেষ করে টিএসপি সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে এ আবাদের সময়। অথচ, সারের ঘাটতির সুযোগ নিয়ে চুরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে পার্থ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিসিআইসি ও বিএডিসির ডিলার রজত ঘোষের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
এদিকে ডিলার রজত ঘোষ নিজের অপরাধ ধামাচাপা দিতে তার সারের দোকানের কর্মচারী মুর্শিদের উপর জোরপূর্বক সার চুরির দায় চাপিয়ে দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

থানার মামলা সূূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ডিলার রজত ঘোষের গুদামের ১৩ বস্তা টিএসপি সার পাশের উল্লাপাড়া উপজেলার কুচিয়ামারা বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। টিএসপি সার দেখে লোকজনের সন্দেহ হয়। পরে সারের ভ্যান থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতেই রজত ঘোষের সারের দোকানের কর্মচারী মুর্শিদের থানায় মামলা হয়েছে।

অভিযোগ রয়েছে ডিলার রজত ঘোষ তাড়াশ পৌর শহরের বাজারের ব্যবসায়ী। এখানে তার সার বিক্রির বড় গুদাম ঘর ও দোকান রয়েছে। কিন্তু তিনি বাজার থেকে বেশ দূরে মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর বাজারে সার গুদাম করে রেখে দেন। প্রত্যন্ত এলাকার সেই বাজার থেকে তিনি দীর্ঘদিন যাবৎ তাড়াশ উপজেলার বাইরে বেশি দামে সার বিক্রি করে আসছেন।
ডিলার রজত ঘোষ বলেন, আমার সারের দোকানের কর্মচারি মুর্শিদ চুরি করে বেশি দামে পাশের উপজেলায় সার বিক্রির চেষ্টা করেন। সার চুরির অপরাধে মুর্শিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

তবে ডিলার রজত ঘোষের কথা মানতে নারাজ কৃষকরা। ডিলার রজত ঘোষ নিজে দোকানে বসে সার বিক্রি করেন। মূলত বেশি টাকায় তিনি নিজেই অন্য উপজেলায় সার বিক্রির চেষ্টা করেছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৯১০ হেক্টর। চলতি মাসে বিএডিসির ১৭ জন ডিলার ও বিসিআইসির ১২ জন ডিলার মাত্র ৪৮ বস্তা করে টিএসপি সার বরাদ্ধ পেয়েছেন।
ভুক্তভোগী কৃষক মোস্তফা, আব্দুল মালেক, শাহিনুর রহমানসহ অনেকে বলেন, এমনিতেই রোপা আমন আবাদের সময় টিএসপি সারের খুব সংকট। ডিলার রজত ঘোষের দোকান বন্ধ থাকায় সার পাচ্ছি না।

সরেজমিনে দেখা যায়, চুরি করে সার বিক্রির পর থেকে ডিলার রজত ঘোষের সারের দোকান বন্ধ রয়েছে। কৃষকরা সার না পেয়ে ফিরে যাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ডিলার রজত ঘোষ নীতিমালা বহির্ভূতভাবে সার বিক্রির চেষ্টা করেন। সারগুলো জব্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ডিলার রজত ঘোষের দোকানের কর্মচারী মুর্শিদের নামে মামলা হয়েছে। আমরা তদন্ত করে দেখব চুরি করে বেশি দামে সার বিক্রির সাথে ডিলার রজত ঘোষের সম্পৃক্ততা রয়েছে কি না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ