
যায়যায়কাল ডেস্ক: পশ্চিমা বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। স্বভাবতই, এতে ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বে তিনি বিশ্বাসী নন।
রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।
আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসার পর তিন দেশের নেতার উদ্দেশে দেওয়া বার্তায় নেতানিয়াহু এ কথা বলেন।
তিনি বলেন, ‘(২০২৩ সালের) ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞেরও পরও যেসব নেতা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন, তাদের প্রতি আমার একটি স্পষ্ট বার্তা আছে: আপনারা সন্ত্রাসকে অতিকায় পুরস্কারে পুরস্কৃত করছেন।’
‘এবং আপনাদের প্রতি আমার আরেকটি বার্তা আছে: (আপনারা যেটা চাচ্ছেন,) সেটা হবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না’, যোগ করেন তিনি।
ইহুদী অবৈধ বসতি সম্প্রসারণ
রাষ্ট্র গঠনে বাধা দেওয়ার হুমকির পাশাপাশি নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, ‘দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলের তীব্র চাপ সত্ত্বেও বছরের পর বছর আমি ওই সন্ত্রাসী রাষ্ট্র (ফিলিস্তিন) গঠনের উদ্যোগ প্রতিহত করে এসেছি।’
‘আমরা এ কাজটি করেছি দৃঢ়প্রতিজ্ঞা ও রাজনৈতিক প্রজ্ঞা থেকে। পাশাপাশি, আমরা জুদেয়া ও সামারিয়ায় ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করেছি এবং আমরা এই পথ ধরে আগাতে থাকব’, যোগ করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের বেশিরভাগ দেশের মত, ইসরায়েল অবৈধভাবে পশ্চিম তীর অধিগ্রহণ করেছে এবং সেখানে বসতি স্থাপন ও সম্প্রসারণের যেকোনো উদ্যোগ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।