
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতি ঐক্যবদ্ধ হলেও কিছু কিছু রাজনৈতিক দল জুলাই সনদের পাশ কাটিয়ে ভিন্ন কথা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচন দিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নইলে আবারও স্বৈরাচার এর জন্ম হবে।
তাই তিনি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সমস্ত দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছেন তা থেকে কেউ পিছু হটবেন না। তাহলে প্রায় দেড় হাজার ছাত্র-জনতার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
তিনি গত বৃহস্পতিবার বিকেলে চাটখিল পৌর শহরের একটি রেস্টুরেন্টের আবাসিক হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই সনদের উপর জোর দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতির বিবেক হিসেবে আপনাদেরকে মানুষের পাশে থেকে সঠিক কথাগুলো তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে বিএনপি, জামায়াতে এবং এনসিপি দেশের সকল সরকারি কার্যালয়ে গিয়ে তারা এমন ভাব প্রকাশ করেন মনে হচ্ছে তারাই ক্ষমতায় চলে আসেন। তাদের এই কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েন। সুষ্ঠু রাজনীতির স্বার্থে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।
মতবিনিময় সভায় চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সহ চাটখিল উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।