সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে মহালয়া উপলক্ষ্যে মঞ্চায়িত হলো ‘দেবী মাহাত্ম্যম’ নৃত্যনাট্য

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহালয়া উপলক্ষে আয়োজিত ‘শারদ উৎসব’-এর অংশ হিসেবে ‘দেবী মাহাত্ম্যম’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়িত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে দেবাঙ্গন ছাত্র পরিষদ।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর শুভ সূচনা করেন অতিথিরা।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের হাওয়াইয়ান গিটার শিল্পী বাডস রেসি, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুপর্ণা দেবনাথ, দেবাঙ্গন ছাত্র পরিষদের উপদেষ্টা এস কে দাশ সুমন, সাংবাদিক রুপম আচার্য্য ও পিন্টু দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রিতম ব্রহ্মচারী।

আগমনী সঙ্গীত পরিবেশন করে সারগাম সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। এরপর নৃত্যের ছন্দে তালে লয়ে দেবীবন্দনা অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে আগমনী ডান্স প্রোডাকশন হাউসের পরিবেশনায় ‘দেবী মাহাত্ম্যম ২.০’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চস্থ হয়, যার পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক প্রাপ্ত প্রীতম এবং সহযোগি নৃত্য পরিচালক হিসেবে ছিলেন দেবযানী রায়। নৃত্য পরিবেশন করে নাট্যবেদ ও নৃত্যাঙ্গণের শিল্পীরা। এছাড়াও মাতৃসঙ্গীত পরিবেশন করেন শুভাকর আচার্য্য প্রান্ত ও মুন্না গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিতা দেব ও প্রশান্ত বৈদ্য।

প্রায় অর্ধশতাধিক নৃত্য শিল্পী নিয়ে মঞ্চস্থ হয় এই নৃত্যনাট্য । রাত দেড়টার দিকে সুরের মূর্ছনায় সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে উঠেন সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। এসময় অনুষ্ঠানে দেবাঙ্গন ছাত্র পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শ্রীমঙ্গল এলাকায় দেবী দূর্গার দশমহাবিদ্যার রূপ নিয়ে ইতিপূর্বেও ‘শক্তিভূতে সনাতনী’ শীর্ষক নৃত্যানুষ্ঠানের মতো সাংস্কৃতিক আয়োজন হয়েছে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ