
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট গোলাগঞ্জপাড়ায় রাতের অন্ধকারে দোকানে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে।
ভুক্তভোগী রবিউল ইসলামের তৈরি দোকান ঘরে হামলা চালায় একই এলাকার রিয়াজ উদ্দীন (৫৫), গুলজার হোসেন (৩০), গোলাম রব্বানী (৩০) ও আব্দুর রহমান (৩৫)। এ সময় তারা দোকানের দুটি তালা ভেঙে নগদ টাকা ও লোহারের মালামালসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া উপরতলার দোকান ঘরে হামলা চালিয়ে ইটের পাকা দেয়াল ভেঙে ফেলে দেয়।
ঘটনার পর ভুক্তভোগী রবিউল ইসলাম আদালতে ১০০/২৩ নং মামলায় অভিযোগ দায়ের করেছেন। আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে চলমান রয়েছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানটি রবিউল ইসলাম ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। সেখানে লোহা দিয়ে তৈরি বাট, দা, কুড়ালসহ বিভিন্ন কৃষি উপকরণ রাখা ছিল।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা বারবার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে