মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‎শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়ায় মাভাবিপ্রবি উপাচার্য

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে সফরে গেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন।
‎সফরকালে উপাচার্য চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবে। এ সময় তার সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।
‎দক্ষিণ কোরিয়ার সফর প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন,
‎“দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রযুক্তি-অগ্রসর দেশ হিসেবে পরিচিত। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল শিল্প, জীবপ্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও গবেষণা অবকাঠামো—সব ক্ষেত্রেই তাদের অবদান প্রশংসনীয়। এ সাফল্যের পেছনে অন্যতম কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জিডিপির ৪% এর বেশি গবেষণা ও উন্নয়নে (R&D) ব্যয় করা, যা বিশ্বে শীর্ষস্থানীয়। সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তিসঙ্গত বিনিয়োগের মাধ্যমে কোরিয়ার উন্নয়ন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কোরিয়ান জাতি পরিশ্রম ও সততাকে প্রাধান্য দেয়, যা তাদের উন্নয়ন পরিকল্পনাকে টেকসই করেছে। তাই কোরিয়ার অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।”
‎তিনি আরও জানান, কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে মাভাবিপ্রবির যৌথ শিক্ষা প্রকল্পের অংশ হিসেবে সফরটি হচ্ছে। সফরের অংশ হিসেবে তিনি মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো-এর বিভাগ ও ল্যাব ঘুরে দেখেন এবং একটি লেকচার প্রদান করেন। এ সময় মাভাবিপ্রবির পরিচিতি তুলে ধরে শিক্ষার মান উন্নয়নে বিশেষ করে গবেষণা, সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রে কোরিয়ার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অধ্যাপক ড. হ্যাং মুক চো-এর আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন।
‎উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক সাত বছর মেয়াদি সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং কোরিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠা, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‎প্রকল্পটির প্রধান গবেষক (PI) হিসেবে দায়িত্ব পালন করছেন কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো। তার আমন্ত্রণেই মাভাবিপ্রবির উপাচার্য আলোচনাসভা এবং গত তিন বছরের একাডেমিক কার্যক্রমের উপস্থাপনায় অংশগ্রহণ করছেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ