
বি এম বাবলুর রহমান, তালা: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক দীপা রানী সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দীন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ শাহিনুর রহমান, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মফিদুল্লাহ, তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জামায়াতে ইসলামী নেতা ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় সকল সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালনে লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা আলোচনাসহ মাদক, অনলাইন জুয়া,চেতনানাশক ঔষধ প্রয়োগে মালমাল লুট রোধকল্পে নানামুখি পদক্ষেপ গ্রহনের সিধান্ত হয়।