
সমাপ্তী খান, মাভাবিপ্রবি: সিরাজগঞ্জের চৌহালি উপজেলা সচেতন ছাত্র সমাজ (CSS)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে “সিএসএস ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা–২০২৫।
প্রোগ্রামটি উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্ভুদিয়া, পাথরাইল ও দত্তকান্দী—এই তিনটি স্থানে ক্লাস পরিচালিত হয়। এসব কেন্দ্রে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, খাষপুখুরিয়া বি. এম. উচ্চ বিদ্যালয়, পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়, আর.পি.এন. শাহিদ শাজাহান কবির উচ্চ বিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম সিনিয়র মাদ্রাসা, পয়লা দাখিল মাদ্রাসা, পাথরাইল উচ্চ বিদ্যালয় ও দত্তকান্দী কে.এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন গড়ে ২৩০–২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ক্লাসগুলো পরিচালনা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও বাড়াতে আজ শনিবার (৪ অক্টোবর ) অনুষ্ঠিত হয় “সিএসএস বৃত্তি পরীক্ষা–২০২৫”। এতে মোট ১৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন ও সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহহার সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দীন, আব্দুল জলিল, সালাউদ্দিনসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সভাপতি ইসমাইল হোসেন বলেন,আমরা বিশ্বাস করি, শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। সচেতন ছাত্র সমাজের মাধ্যমে আমরা গ্রামের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষার আলো পৌঁছে দিতে চাই।
সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, গ্রামের শিক্ষার্থীরা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে, সেটিই আমাদের কাজের মূল লক্ষ্য। এ উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামুখী করে তুলবে।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে শিক্ষার পথে অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত হতে সহায়তা করে। আয়োজকরা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মেয়াদে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে চৌহালির এই স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (CSS)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি গ্রামের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন, বিনামূল্যে অ্যাকাডেমিক ক্লাসসহ নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।
এছাড়া, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং চৌহালিকে একটি “মডেল উপজেলা” হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রায় এক দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সচেতন ছাত্র সমাজের নিবেদিত সদস্যরা।
অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।