
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: বিরলের শালবনে আলোচিত অটোবাইক ছিনতাই ও চালককে হত্যা চেষ্টা ঘটনায় জড়িত অপর এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। যার ফলে এ পর্যন্ত ওই ঘটনায় জড়িত ৩ জনকেই আটক করলো পুলিশ।
আটককৃত মোঃ নাফিস ইসলাম নিলয় (১৬) অপর ছিনতাইকারী দিনাজপুর সদরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার নবেল (৩০) এর ভাই এবং বিরল উপজেলার ধর্মপুর (কুকুড়ীবন) এলাকার মোঃ নাসিম খান এর ছেলে।
গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দিনাজপুর শহর হতে বিরলের শালবন ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে দুই ছিনতাইকারী। আহত অটোচালক দিনাজপুর শহরের সুইহারী (খালপাড়া, সরকারি কলেজ সংলগ্ন) এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নবেল (২৩)।
সেদিনই ২ ছিনতাইকারীকে চিহ্নিত করে বনের মধ্য হতে স্থানীয়রা আটক করে প্রথমে বিজিবি ও পরে পুলিশের নিকট সোপর্দ করে।
আটককৃতরা ছিলেন- দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার স্থায়ী বাসিন্দা নাসিম খান এর ছেলে নবেল (৩০)।
ওই দিনই ভিকটিম নবেল এর পিতা মোঃ সুমন (৫৭) বাদী হয়ে আটককৃত ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১ জনের বিরুদ্ধে দস্যূতা সংগঠনের উদ্যোগকালে মারাত্মক অস্ত্র (ধারালো চাকু) দ্বারা গুরুতর আঘাত করার অপরাধে ১২/২৬৮ নং মামলা দায়ের করে।
সোমবার দুপুরে এ রিপোর্ট লেখাকালীন আটককৃত নাফিস ইসলাম নিলয়কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।