বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্ধ হয়েও দারুণ ক্রিকেট খেলেন বান্দরবানের সুকেল তঞ্চঙ্গ্যা

আরাফাত খাঁন, বান্দরবান: পার্বত্য জেলা সদরের ৪নং সুয়ালক ইউনিয়নের আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার সুকেল তংঞ্চঙ্গ্যা। জন্মের পর থেকেই চোখে দেখেন না।

পরিবারে আছেন বড় এক ভাই ও এক বোন। তার মতো তার বড় বোনও চোখে দেখেন না। সুকেল এর বাবা শুদ্ধধন তঞ্চঙ্গ্যা ও তার মা নুনপরী তঞ্চঙ্গ্যা দুজনই কৃষক জুমে কাজ করে পরিবার চালান। ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে বেড়ে উঠা।

৬ বছর বয়সে তাকে ভর্তি করানো হয় সুয়ালক ইউনিয়নে সমাজ সেবা অধিদপ্তররে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রে। ছোট বেলা থেকে ক্রিকেটের প্রতি অন্যরকম এক আকর্ষণ তার। ক্রিকেটের মাধ্যমেই দেশের জন্য বড় কিছু করে দেখানোর স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেছেন জন্মান্ধ সুকেল।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অতিতের ইতিহাস ভেঙে দিয়ে ২০২২ সালে মাত্র পনেরো বছর বয়সে ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে অলরাউন্ডার হিসেবে ভারতের মাটিতে অভিষেক তার। অভিষেক ম্যাচে ২২ নাম্বার জার্সি ধারি এই খেলোয়াড়রের অর্জন দারুন। সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ওভার করে মাত্র ছয় রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে সুকেল ১৪ বলে ৩০ রানের একটি দুর্দান্ত ইনিংস দলকে উপহার দিলেও দুর্ভাগ্যবশত ভারতের কাছে হেরে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে বাংলাদেশ।

তবে থেমে থাকেনি সুকেল। আবারো বাংলাদেশ জাতীয় দলে ডাক পায় ২০২৩ সালে আইবিএস এ ওয়ার্ল্ড গেমস এর চূড়ান্ত দলে জায়গা পায়। পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করে ৯ উইকেটের অধিকারী হয়ে যায়। উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল নিয়ে দেশে ফিরে।

একইভাবে এবারও বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছে সুকেল তঞ্চঙ্গ্যা দুর্গম পাহাড়ের ছেলেটি। ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কৃতক আয়জিত ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ চতুর্থ আসরে বাংলাদেশের হয়ে খেলবে। ২৩ নভেম্বর শুরু হবে ব্লাইন্ড ক্রিকেট টি-২০ বিশ্বকাপ এর এবারের আসর শেষ হবে (৩ ডিসেম্বর)।

স্বাগতিক পাকিস্তান, গতবারের বিজয়ী দল ভারত, গতবারের রানারআপ দল বাংলাদেশ। তাছাড়া খেলবে সাউথ আফ্রিকা, নেপাল, এবং আফগানিস্থান,শ্রীলঙ্কা। ২৩ নভেম্বর পাকিস্তান সময় দুপুর ১টায় টুর্নামেন্টের তৃতিয় খেলায় বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টে মোট ৭ দেশের ব্লাইন্ড ক্রিকেট দল অংশগ্রহণ করবে।

পাকিস্তানের উদ্দেশ্যে ২০ তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। টার্নামেন্টকে সামনে রেখে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে দলটি।

এই বিষয়ে সুকেল তঞ্চঙ্গ্যা এই প্রতিবেদককে বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা ভাগ্যের বিষয়। সবার মতো আমার ও স্বপ্ন এইবারের বিশ্বকাপের ট্রফি নিজ দেশ ও জাতিকে উপহার দেওয়া। তারই লক্ষ্যে আমাদের পথ চলা, প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া ও আশির্বাদ প্রার্থনা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ