মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে এক সাথে কাজ করতে হবে : পুলিশ সুপার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। জেলার ৯টি থানাসহ পুলিশের সবকটি ইউনিট পুরো দমে কাজ শুরু করেছে।

সোমবার সকালে বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ টহল দেয় এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। শহরের গুরুত্ত্বপূর্ন স্থানে দাড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে শিক্ষার্খীরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে। এসময় ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের ২ থেকে ৫ মিনিট দাড়িয়ে রাখতে দেখা গেছে।

শিক্ষার্থী সামিয়া রহমান বলেন, পুলিশ যখন মাঠে তাদের দায়িত্ব পালন করেনি তখন শিক্ষার্থীরা কাজ করেছে। সকলে মিলে একটি সুন্দর রাষ্ট গঠনে কাজ করছে।

বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, বাগেরহাটের নয়টি থানাসহ পুলিশের সকল ইউনিট কাজ শুরু করেছে। ইতিমধ্যে নিয়মিত টহলসহ পুলিশের সকল কাজ পুরোদমে চালু রয়েছে। আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশ ও জনগণ একসাথে কাজ করতে হবে। সকলের সহযোগীতায় সুন্দর একটি বাগেরহাট গড়ার আসা করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ