
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলাম।
কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের জানান, আবু সাঈদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। তাই আবু সাঈদের রক্তের সাথে কেউ বেইমানীকরবেন না। আবুসাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তার বিরুদ্ধে আমরা কেউ না যাই। স্বৈরাচারের বিরুদ্ধে যখন কেউ জীবন দেওয়ার জন্য দাড়ায় তখন কোন স্বৈরাচারটিকে থাকতে পারেনা।
সামনে যদি কোন স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে বা কার্যকলাপ কেউ শুরু করে তাহলে আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগন আবারো ফুঁসে উঠবে। জেল থেকে মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি সদ্য জেল থেকে মুক্তি পেয়েছি। আমি আসামী থেকে মুক্তি পেতামনা। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি শুধু না হাজার হাজার জবন্দী বিনা কারণে যারা বন্দি অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশ মুক্তি পেয়েছে। আমরা আবু সাঈদকে একটা আইকন মনে করি। যার কারণে আমরা সবাই সেখানে আসি। তার মানে এই নয় যে আবু সাঈদ সবার আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার তরুণ জীবন দিয়েছে।
আমরা জামাতের পক্ষ থেকে তাদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। অনেককে ঘরবাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি, তাদের অর্থ সহায়তা দেওয়ার চেষ্টাকরেছি। জুলাই শহীদদের সহযোগীতার ব্যাপারে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,আবু সাঈদের রক্তেগড়া সরকার আজ দেশ শাসন করছে। তারা তো কোন রাজনৈতিক দলের সরকার না। তাদের দায়িত্ব অনেক বেশি। যাতে করে তারা সরকারি ভাবে আবু সাঈদসহ আন্দোলনে শহীদ হওয়া সবার পাশে দাড়াতে পারে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুল হালিম,সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতিও বর্তমান কেন্দ্রীয় মজলিসেসুরা সদস্য মোঃ দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দীন, রংপুর জেলা আমীর অধ্যাপক মোঃ গোলাম রব্বানী,পীরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও পীরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন।