খাঁন মো. আ. মজিদ
আমার আশার
বাসা ভেঙে গেছে
মননা জেনে কেউ কোনদিন
পীরিতে মজিও নারে
হায়রে শেষে পরবি ফেরে (২)
আপন ভেবে বুকের মাঝে
দিলাম যারে স্থান
সেইতো আমায়
হয়নি আপন রে (২)
আমার আশায় বাসা ভেঙে গেছে ।
কোন কূলে ঠাঁই হল না
হায়রে মন
করি কি উপায় রে (২)
মজিদ পাগল ভেবে বলে
কেউ হলো না মোর দরদী
আমি কি আর
তারে পাব রে (২)