বুধবার, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আমার সঙ্গে তোলা ছবি দেখিয়ে কেউ চাঁদা চাইলে তাকে পুলিশে দিন: আসিফ নজরুল

যায়যায়কাল প্রতিবদেক: অন্তর্বর্তী সরকারের আইন ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে তোলা ছবি দেখিয়ে কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা নিজেই।

আসিফ নজরুল বলেন, সরকারে আসার আগে ও পরে বহু মানুষ তার সঙ্গে ছবি তুলতে অনুরোধ (রিকোয়েস্ট) করেছেন। অনেকে ছবি তুলেছেন। সরকারে আসার আগেও অনেক অনুষ্ঠানে গিয়েছেন, ছবি তুলেছেন। এখন কয়েকজন তাকে জানিয়েছেন, কেউ কেউ তার সঙ্গে তোলা ছবি দেখিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। আবার কেউ কেউ বিভিন্ন কথা বলে নাকি চাঁদা আদায়ের চেষ্টা করছেন। এগুলো তিনি শুনেছেন, সত্য–মিথ্যা জানেন না। তবে এর তীব্র প্রতিবাদ জানান তিনি।

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

যারা এসব কর্মকাণ্ড করছেন বা করার চেষ্টা করছেন, তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘কোনো অবস্থাতেই তার কথা বলে কেউ যদি কোনো ধরনের চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন, তাকে পুলিশে ধরিয়ে দিয়ে মামলা করবেন। মামলার কপি আমাকে ফেসবুকে পাঠিয়ে দেবেন। চেষ্টা করব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’

বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো অন্যায় না করার অনুরোধ জানিয়ে আইন উপদেষ্টা ভিডিও বার্তায় বলেন, তিনি বা সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজকে প্রশ্রয় দেবেন না। কেউ যেন তাঁদের কারও নাম ব্যবহার করে কোনো চাঁদাবাজি বা হুমকি-ধমকি না দেয়, সেই অনুরোধ জানান। এ ধরনের কিছু জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ