
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা দলের সমর্থনে এক বিশাল শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। ‘আর্জেন্টিনার সমর্থন গোষ্ঠী’ ব্যানারে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লোকনাথ দিঘির মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় শত শত আর্জেন্টাইন ভক্তের হাতে আর্জেন্টিনার পতাকা , তারকা খেলোয়াড় ম্যারাডোনা, মেসি সহ অনেকের ফেস্টুন দেখা যায়। এছাড়া মিছিলের সামনে অবস্থান করে আর্জেন্টিনার ভক্তদের শতাধিক মোটর সাইকেল, ঢাকডোল ও বাদ্যযন্ত্রের তালে পুরো শহরের অলি-গলি মুখরিত করে তোলে। বিশ্বকাপের নাচে-গানে প্রিয় দলের প্রতি শুভেচ্ছার জানান দেয় তারা।
একাধিক আর্জেন্টিনার ভক্তরা জানান, এবারের বিশ্বকাপে মেসিকে কোন ভাবেই থামিয়ে রাখা যাবে না। যত বাধাই সামনে আসুক এবারের বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে।
‘আর্জেন্টিনার সমর্থন গোষ্ঠী’র সভাপতি ভিপি হাসান সারোয়ার জানান, কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন আর্জেন্টিনা, ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার সমর্থক। জেলায় মেসির ভক্তদের উপস্থিতি জানান দিতেই আজকের এই আয়োজন। মেসি যেহেতু ফুটবলের জাদুকর তাই বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করুক। মেসির শেষ বিশ্বকাপ হিসাবে তার জয়ের মাধ্যমে এটি স্মরনীয় হয়ে থাকুক। ৮ বার বিশ্বের সেরা খেলোয়ার নির্বাচিত মেসির হাতেই বিশ্বকাপ টি উঠবে বলে মনে করছেন তিনি।