বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আ’লীগ ফ্যাসিস্ট দল, তাদের বিক্ষোভ করার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

যায়যায়কাল প্রতিবেদক: আওয়ামী লীগের আগামীকালের বিক্ষোভ মিছিলের ঘোষণা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বর্তমান আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল জানিয়ে তাদের এদেশে বিক্ষোভ কর্মসূচি করতে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

আগামীকাল ১০ নভেম্বর শহীদ নূর হোসেনকে স্মরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে আজ একথা জানান শফিকুল আলম।

তিনি বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। বাংলাদেশে এই ফ্যাসিস্ট দলকে বিক্ষোভ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সভা, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করবে।’

অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো চেষ্টাকে বরদাস্ত করবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগ রোববার বিকেল ৩টায় ঢাকায় শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল এবং সারাদেশে সব জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচির ডাক দেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *