বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আ’লীগের দোসর হিসেবে জাতীয় পার্টির বিচার সময়ের দাবি: লালমনিরহাটে দুলু

মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলন ছিলো সেই গজবের উছিলা মাত্র।

মঙ্গলবার লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধাও কালিগঞ্জ উপজেলার পৃথক পৃথক বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার কালীগঞ্জ উপজেলার বিএনপির কর্মী সভায় কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক, চন্দ্রপুর ইউনিয়ন সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তাদের দোসর হিসেবে জাতীয় পার্টিরও বিচার এখন সময়ের দাবি।

বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মর্যাদা দেয়া হবে।এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্গলা তৈরি করতে না পারে সেই দিকে বিএনপির নেতাকর্মীর সর্তক থাকার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির জেলা বিএনপি সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, আবুল কালাম আজাদ বাবু, জাহাঙ্গীর আলম আঙ্গুর , সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ