
তানভীর হাসান তৌফিক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয়ের সামনে থেকে কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্ভোধন করেন এবং অনুষ্টানের প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বাপ্পী সরকার, উপজেলা বিআরডিবি অফিসার ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, চলতি মৌসুমে মোট ৭০০ জন কৃষকে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য সরিষার বীজ ও ইউরিয়া,টিএসপি জাতের সার বিতরণ করা হয়। কৃষকের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












