
তানভীর হাসান তৌফিক, ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জের শরীফপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মামুন জামির স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এ কারণে উপজেলা তরুণ দলের আহ্বায়ক বাবুল সরকার ও সদস্য সচিব জাকির হোসেন স্বাক্ষরিত প্যাডে শরীফপুর ইউনিয়ন তরুণ দলের নতুন সদস্য হিসেবে সোহেল মিয়াকে নির্বাচিত করে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
এ উপলক্ষে শরীফপুর ইউনিয়ন তরুণ দলের উদ্যােগে নবনির্বাচিত সদস্য সচিব সোহেলের সংবর্ধনার আয়োজন করা হয়।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন রেজু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ তরুণ দলের আহবায়ক বাবুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা তরুণ দলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব, উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ স্বপন মিয়া।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা তরুন দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন, তারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম মুন্সি, শরীফপুর ইউনিয়ন তরুন দলের আহবায়ক মাসুম পারভেজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মোন্না, যুগ্ম আহবায়ক সুমন মোল্লা, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক মন মিয়া, যুগ্ম আহবায়ক আমিনুল সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












