বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউএসএএন আয়োজিত ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট স্কোয়াডের জয়

মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): নন্দীগ্রাম উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম (ইউএসএএন) কর্তৃক একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

শুক্রবার বিকাল ৪ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সংগঠন টির সভাপতি মো: মাহদী হাসান আল আমিন (পাবিপ্রবি) কে অধিনায়ক করে ‘প্রেসিডেন্ট স্কোয়াড’ এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো: তাজিজুল ইসলাম তুহিন (শেকৃবি) কে অধিনায়ক করে ‘সেক্রেটারি স্কোয়াড’ নামক দুইটি দল গঠন করা হয়।

খেলায় প্রেসিডেন্ট স্কোয়াড ৩-১ গোলের ব্যবধানে সেক্রেটারি স্কোয়াড কে পরাজিত করে। প্রেসিডেন্ট স্কোয়াডের রবিউল ইসলাম (রাবি), জিলহাজ্ব আবেদীন জোহা (হাবিপ্রবি) ও নাছিম উদ্দীন (রাবি) একটি করে গোল করেন। প্রথমার্ধের শুরুতে প্রেসিডেন্ট স্কোয়াড এর অধিনায়ক মো: মাহদী হাসান আল আমিন ডিবক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পেয়ে সেক্রেটারি স্কোয়াডের হয়ে একমাত্র গোলটি করেন হুজাইফা আহমেদ শাওন (হাবিপ্রবি)।

খেলা আরম্ভের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ