ওয়াহেদুজ্জামান দিপু,ইতালি প্রতিনিধি:- ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সোমবার (১০ ই এপ্রিল ) মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে একইদিনে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।
মাসব্যাপি সিয়াম সাধনার পর ইতালিতে প্রায় ২৫ লাখ মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইতালির রাজধানী রোম,তরপিনাত্তারা, মিলান, ভেনিস, নাপোলিসহ বিভিন্ন শহরে ধর্মপ্রাণ লাখো মুসলিম ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে একই সাথে নামাজ আদায় করতে পেরে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে রোমে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সকাল ৯ টায় প্রথম জামাতে নামাজ আদায় করেন।
ইতালিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সোমবার (১০এপ্রিল ) সকাল ৭ টা ৩০ মিনিটে রাজধানী রোমে ভিত্তোরিও ঈদগাহ ময়দানে। এখানে ৩০ মিনিট পর ৮টায় ২য় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইতালির বাণিজ্যিক শহর মিলানে ৭ টি স্থানে ৩০ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়।