নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে আনুমানিক ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
বুধবার সকাল ৮টা থেকে ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ, জাল ভোট, সাংবাদিককে মারধর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে।
সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, প্রথম ধাপে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। কম ভোটার উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সকালে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল।
তিনি বলেন, ভোটার উপস্থিতি বেশি হলে আরও ভালো হতো… ভোট কেমন হলো সেটাই আমার বিষয়। ভোটাররা আসতে পেরেছেন কিনা, তারা ভোট দিতে পেরেছেন কিনা, কোথাও অনিয়ম হয়েছে কিনা। আমরা আমাদের কর্তব্য পালন করেছি।