মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উপজেলা সাহিত্য মেলা উদ্বোধন করেন-এইচএম ইব্রাহিম এমপি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১টায় সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে সাহিত্য মেলা-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব -এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র ভিপি নূরুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু প্রমূখ।
সাহিত্য মেলা ও আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, কবি ও কথাসাহিত্যিক বদরুল হায়দার, কবি গবেষক ও অনুসন্ধানী লেখক ওমর ফারুক প্রকাশ ফারুক আল ফয়সাল, কবি ও কথাসাহিত্যিক মোহাম্মদ মশিউর রহমান, প্রাবন্ধিক নূরুল আমিন বাবুল, লেখক গবেষক এএসএম ইউনুছ, কবি ও কথাসাহিত্যিক প্রত্যয় জসিম, সাহিত্যিক কলামিষ্ট ও প্রাবন্ধিক রহিমা আক্তার মৌ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথি বক্তব্যে ইব্রাহিম এমপি বলেন, তরুণ প্রজন্মকে অধিক পরিমাণে বই পড়তে হবে।বই পড়ে কেউ দেওলিয়া হয়নি বরং অনেকেই বই পড়ে জ্ঞানী হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ