বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের অবস্থানের ১৭ দিন

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ১৭ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১ টা অব্দি এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচির ব্যাপারে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ড. মো. শামীমুল ইসলাম বলেন, “উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে যে আন্দোলন, তারই ধারাবাহিকতায় আমাদের অবস্থান কর্মসূচি চলমান আছে। আমরা চাই অনতিবিলম্বে এই অবস্থার উন্নতি হোক। আমরা ক্লাসে ফিরতে চাই। তার পূর্বে বরাবরের মতো বলতে চাই উপাচার্য যত দ্রুত পদত্যাগ করবেন তত দ্রুত এই সমস্যার সমাধান হবে। উনার শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি।”

দীর্ঘদিনের অবস্থান কর্মসূচির মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্যে উপাচার্য কিংবা প্রশাসন থেকে আলোচনার কোনো উদ্যোগ নিয়েছে কী-না এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, ‘উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দুটি চিঠি প্রদান করে আলোচনার জন্য আহবান জানিয়েছিল। আমরা মনে করি এটি একটি নাটকীয়তা। এ নাটকীয়তা তিনি মঞ্চায়িত করেছেন শুধু সহানুভূতি পাওয়ার জন্য। এটি আসলে লোক দেখানো মেকি ছাড়া আর কিছু না। সেখানে আসলে সাড়া দেয়ার মতো কোনো প্রেক্ষাপট ছিল না। যে উপাচার্য এইভাবে নিজে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণ করে। সেখানে আলোচনার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।’

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ