মোহাইমিনুল ইসলাম উলিপুর(কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে নিজ কক্ষে ইশিতা খাতুন(১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ।
ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামে।
মৃত ইশিতা খাতুন ঐ এলাকার সেকেন্দার আলীর কন্যা এবং পাঁচপীর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সেই বিষয়ে জানা যায়নি।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক বলে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।