মঙ্গলবার, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি মো. আজহার আলী শিকদার (৬৮)কে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজহার আলী শিকদার বাগেরহাট জেলার কচুয়া থানার মৃত হাজী আহম্মদ আলী সিকদারের পুত্র। সে দীর্ঘ ৮ বছর পলাতক ছিল।
আজ সোমবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বাসসকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার  দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আজহার আলী শিকদারসহ অন্যান্য রাজাকাররা হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মত ৭ টি মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিল।
র‌্যাব কর্মকর্তা বলেন, এরমধ্যে ২ জন মুক্তিযোদ্ধাসহ ২২ জনকে হত্যা, ৪০ থেকে ৫০ বাড়ীর মালামাল লুন্ঠন ও আগ্নিসংযোগ, ২ জনকে অমানুষিক নির্যাতনে গুরুতর জখম এবং ৪ নারীকে দীর্ঘদিন রাজাকার ক্যাম্পে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনা রয়েছে।
ফজলুল হক জানান, ২০১৬ সালের ১৬ জুলাই আজহার আলী শিকদারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (বাংলাদেশ) একটি মামলা দায়ের করা হয়। পরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলার পর সে আত্মগোপনে চলে যায়।
র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজহার আলী শিকদার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ