খাঁন মো. আ. মজিদ
পল্লী বন্ধু এরশাদ তুমি
সবারই নয়ন মনি (২)
কৃষক শ্রমিক তাঁতী জেলে
তোমায় নিয়ে কথা বলে
তুমি প্রিয় সবার কাছে
এ কথা মোরা জানি (2)
মাঝি মাল্লা পাল তুলিয়া
ভাটির দেশে চলছে ধাইয়া
এরশাদ তুমি যাওরে বাইয়া
তোমার জন্য দিবো প্ৰাণ (২)
মজিদ বলে ভয় করো না
আমরা আছি তোমার সাথে
এরশাদ তুমি এগিয়ে চলো
উঠেছে জয়ের ধ্বনি (২)