
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গতকাল জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ৩ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের ৪০ কর্মকর্তাকে ৪০ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।১১২ এসপির মধ্যে মোহাম্মদ ইব্রাহীম খানকে গাজীপুর মহানগরী পুলিশে (জিএমপি), আবুল কাশেম মো. বাকী বিল্লাহকে বিশেষ শাখায় (এসবি), মো. আলমগীর হোসেনকে জিএমপিতে, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি), মোহাম্মদ আশরাফুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), মোহাম্মদ নাজির আহমেদ খানকে ডিএমপিতে, তারেক আহমেদকে ডিএমপিতে বদলি করা হয়েছে।