
সাইদুল ইসলাম আবির: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে ঘুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ভিপি আয়নুল হক বলেন, “জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রস্তাব। স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”
তিনি আরও বলেন,“গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় হতে হবে।”
এ সময় তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতন ও ত্যাগের বর্ণনা দিয়ে বলেন, “আমি সারাজীবন দল ও জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। সিরাজগঞ্জ-৩ আসনে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে বিপুল ভোটে জয়ী হয়ে সমাজকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার করছি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের একাংশ, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেষে ৩১ দফা দাবির লিফলেট স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা হয়।
সভায় রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার প্রায় ৫ হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।