খাঁন মো. আ. মজিদ
কারবালাতে শুয়ে
বোরহান উদ্দীন
দয়াল মুর্শিদ ও আমার
ও বাবা গরীবশাহ আমার
দাও খুলে দাও খুলে দাও
তোমার রহমতের ভান্ডার (২)
কারবালাতে শুয়ে বোরহান উদ্দীন
পারঘাটাতে দেখবিরে সেদিন
হও যদি ভাইরে মুমিন
আঁধার ঘরে থাকবে না
অন্ধকার (২)
যে জন যায় তোমার দরবারে
আল্লাহু আল্লাহু জিকির করে ॥
কি হিন্দু কি মুসলিম
নাই জাতের বিচার (২)
মজিদ পাগলের এই আকৃতি
কাঙ্গালরে করিও সাথী
দয়াল ছাড়া নাইরে গতি ॥
না করিলে নিজে শুনে পার (২)