বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুকি-চিনের আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর একটি আস্তানা ধংস করেছে সেনাবাহিনী।

এসময় অভিযান চালিয়ে আস্তানা থেকে একে ৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে রুমা উপজেলার মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানায়, মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের বেশ কয়েকটি টহল দল মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আরো অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।

কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল। এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *