বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালন

শাহ ইমরান, কুমিল্লা : কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেছেন, আধুনিকতার সঙ্গে প্রতারণার ধরনও বদলেছে। তাই আমরা যদি ব্যক্তি পর্যায়ে সচেতন না হই টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ অসম্ভব। চিংড়ি মাছে জেলি দিয়ে বিক্রির খবর বিশ্বে সম্ভবত বাংলাদেশেই প্রথম। আবার ইলিশ মাছে লোহার খণ্ড দিয়ে ওজন বাড়ানোর ঘটনাও ঘটে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হয় আমরা কোনভাবেই উন্নতির দিকে যেতে পারব না। বিশ্ব মেট্রোলজি দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, জেলা অতিরিক্ত সুপার মংনেথোয়াই মারমা, বিএসটিআইয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ। ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে বিএসটিআই’র কার্যক্রম সংক্রান্ত নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া আরও বলেন, প্রত্যেক উৎপাদনকারীর মনে রাখা উচিত যে আপনি যদি অন্যের খাবারে ভেজাল মিশান আপনার খাবারেও আরেক জন ভেজাল মিশাবে। এটি একটি চক্রাকার প্রক্রিয়া। একইসঙ্গে, তিনি উন্নত বিশ্বে পণ্যের গুণগত মান ও ওজনে কারচুপি নিয়ে সংশয়ে ভুগতে হয় না উল্লেখ করে আমাদের দেশেও চাহিদার প্রেক্ষিতে হালাল সার্টিফিকেশন কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি করার উপর জোর প্রদান করেন। মানুষের বিবেকই মান নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিশ্ব মেট্রোলজি দিবসের সর্বাঙ্গীন সফলতা কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় জুয়েলারী মালিক সমিতির সভাপতি শাহ মোঃ আলমগীর খান, ক্যাবের কুমিল্লা জেলার সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, বেকারি মালিক সমিতির সভাপতি তারেক রহমান ইমতিয়াজ, বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলহাজ মো. আবু ইউসুফ বাচ্চুসহ নানা শ্রেণির উদ্যোক্তা এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *